তামান্না ভাটিয়ার রূপেগুণে কুপোকাত ভক্ত-অনুরাগীরা। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর ‘আজ কি রাত’ গানে নাচের পর অনুরাগীদের কাছে তিনি হয়ে উঠেন স্বপ্নসুন্দরী। কিন্তু বাস্তবে তামান্না ভাটিয়া স্পষ্টবাদী। যে কোনো বিষয়ে খোলামেলা কথা বলতেই ভালোবাসেন অভিনেত্রী।
সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা নজরে দেখা হয় বলেও জানান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা সম্পর্কে কথা বলেন তামান্না।
অভিনেত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা দৃষ্টিতে দেখা হয়। মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করেন। লজ্জিত ও দোষী বোধ করানোর চেষ্টা করতে থাকেন তারা। তারা সব সময়ে চান যাতে নিজের কাজের জন্য লজ্জিত বোধ করেন।
তিনি বলেন, যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, সে মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন। কী অদ্ভুত ভাবে, সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে আমরা লজ্জিত বোধ করি।
তামান্না বলেন, কারণ আমাদের এভাবেই ভাবানো হয়েছে। আমরা ভাবতে থাকি— কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম। কিন্তু এটা তো জীবনেরই অংশ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এ দুনিয়ায়।
এর আগে গত বছর তামান্না ভাটিয়া ‘আজ কি রাত’ ঝড় তুলেছিল ভক্ত-অনুরাগীদের মধ্যে। এ গানটি প্রকাশ হওয়ার পর বহু নারী তাকে কুর্নিশ করেছেন। সেই নারীর কাছে নাকি তামান্না অনুপ্রেরণাদায়ক। যদিও তামান্না ভাবতেন, তিনি সেই সময়ে যথেষ্ট ছিপছিপে চেহারার অধিকারীই ছিলেন।