শিরোনাম
◈ ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২০ জনের মৃত্যু, বহু নিখোঁজ ◈ নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ ◈ গুলশানে চাদাবাজিতে গ্রেফতারের আগে অপুর রেখে যাওয়া ভিডিও বার্তা ◈ পুলিশ ও উপদেষ্টার ভাইয়ের মামলা থেকে জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী ◈ ‌নেপা‌লের বিরু‌দ্ধে দু‌টি প্রী‌তি ম‌্যাচে হামজা চৌধুরী‌কে নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল  ◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০৩:৪১ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসনিয়া ফারিণের অজানা গল্পর অজানা গল্প

বর্তমানে অভিনেত্রী তাসনিয়া ফারিণ ব্যস্ত সিনেমা, নাটক ও ওটিটি কনটেন্ট নিয়ে। ব্যক্তিগত জীবনকে সব সময় আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। সামাজিক মাধ্যমে খুব একটা ব্যক্তিগত ছবি কিংবা তথ্য প্রকাশ করেন না তিনি। এবার একটি পডকাস্ট সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও স্বামী নিয়ে কথা বলেছেন তিনি। 

দিয়েছেন অজানা তথ্য। এক প্রশ্নের জবাবে ফারিণ বলেন, আমাকে সব সময় সমর্থন করার জন্য স্বামীকে ধন্যবাদ দিতে চাই। আমাকে যে ক’জন মানুষ চেনে বা আমার কাজ দেখে, আমাকে পছন্দ করে- সেগুলো গুরুত্বপূর্ণ। 

কিন্তু আমাকে যদি স্বামী বা শোবিজ ক্যারিয়ার- দুইটার মধ্যে একটি বেছে নিতে বলা হয় আমি অবশ্যই স্বামীকে বেছে নেবো। স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ফারিণ বলেন, আমাদের সম্পর্কের ১০ বছর হয়ে গেছে। তবে পরিচয়টা ও প্রেমটা হয়েছিল না দেখেই! এ যুগে এমন কথা খুব অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু এটাই সত্য। আমি প্রেমে পড়ার আগে তার ছবিও দেখিনি। ২০১৫ সালে ফেসবুকে অ্যাড হওয়ার পর আমাকে হাই, হ্যালো গর্জিয়াস এসব মেসেজ করতো সে। 

কিন্তু আমি উত্তরও দিতাম না। আমি অভিনয়ে আসার আগেই গান করতাম। তখন আমার গানের ভিডিওতে যারা কমেন্ট করতো, তাদের কমেন্টের উত্তর দিতাম। সেখানে ওর কমেন্টটা বেশ ইন্টারেস্টিং ছিল। এরপর থেকেই ইনবক্সে কথা হতো। ফারিণ বলেন, যখন তার সঙ্গে কথা বলতে ভালো লাগতে শুরু হলো তখন ওর প্রোফাইলে গিয়ে ছবি দেখি। সেই থেকে প্রেম শুরু। তারপর তো বিয়ে হলো। উৎস: মানবজমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়