শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ১১:৪৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে’, সামনে এল বুবলীর স্ট্যাটাস

গত বছর ফেসবুকে শাকিব খানের উদ্দেশে বক্তব্য দেন চিত্রনায়িকা বুবলীকোলাজ

সিনেমা–সংশ্লিষ্ট বেশ কিছু গ্রুপে ঢালিউডের ভক্তরা ভাগাভাগি করে নিয়েছেন শবনম বুবলীর একটি ফেসবুক স্ট্যাটাস। তিন দিন আগে যেখানে একসঙ্গে শাকিবের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করলেন এই নায়িকা, সেখান হঠাৎ কেন বুবলী লিখলেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মিলে না।’ বুবলীর ফেসবুক ঘুরে দেখা যায়, এমন কোনো স্ট্যাটাস সম্প্রতি এই নায়িকা পোস্ট করেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, এটি বুবলীর পোস্ট করা ২০২৩ সালের ১০ মের একটি পুরোনো স্ট্যাটাস। শাকিব খানের একটি সাক্ষাৎকারের রেশ ধরে সেদিন বুবলী ফেসবুক স্ট্যাটাসে শাকিব খানের উদ্দেশে আরও লিখেছিলেন, ‘আপনি কি সব সময় সজ্ঞানে নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে কেউ কথা বলে? কিছুদিন পরপর হঠাৎ এ রকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি, হচ্ছে কী। শেহজাদের (শাকিব-বুবলীর সন্তান) মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই; কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব।’

বুবলীর মতে, তাঁরা সেই সময়ে (২০২৩ সালে) একসঙ্গে সুন্দর একটি ঈদ উদ্‌যাপন করেন। একসঙ্গে ঘোরাফেরা করেন। তার কদিন পরই হঠাৎ করে তাঁদের বিচ্ছেদ নিয়ে শাকিব খান প্রথম গণমাধ্যমে মুখ খোলেন। এতেই রাগান্বিত হয়ে পোস্ট করেন এই নায়িকা।

বুবলী লিখেছেন, ‘কিছুদিন পরপর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনো আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন? এগুলো আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব যখন দেখবে, তখন সে কি ভাববে। এটাই ভাববে, কী নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন। আপনাকে তো কোথাও কখনো অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি; বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি।’

এই স্ট্যাটাসে বুবলী সেই সময় শাকিব খানকে তারকার বাইরে জীবনটা গোছাতে বলেন। এমনকি বেশ কিছু বিষয়ে পরামর্শও দেন। বুবলী লিখেছিলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন, সুপারস্টারডাম জীবনের একটা অংশ; কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে, নিজের জীবনকে গোছান; সেটা যেভাবেই আপনার ভালো লাগে, সেভাবে। শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দিই, আপনিও সেটা করবেন।’

বর্তমানে শাকিব খান-বুবলী সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি তাঁদের হাত ধরে ঘোরাঘুরির ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই নিয়েই নেট–দুনিয়ায় আলোচনায় বুবলী। এর মধ্যে হঠাৎ করে দুই বছর আগের এই স্ট্যাটাস ভক্তরা অনেকেই ভাগাভাগি করেছেন; যা নিয়ে ভক্তদের মনে কৌতূহল ও উদ্বেগের জন্ম দিয়েছে। সূত্র: প্রথমআলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়