শিরোনাম
◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর ◈ আশুলিয়ায় ভাড়া বাসায় মিললো স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ ◈ এ‌শিয়া কাপে পাকিস্তানকে গু‌ড়ি‌য়ে দি‌লো ভারত, ম‌্যাচ জিত‌লো ৭ উই‌কে‌টে  ◈ বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ১২:২১ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মাটির মেয়ে: গ্রাম বাংলার এক তরুণীর জীবনের গল্প 

মনিরুল ইসলাম  : প্রিয়ন্তী এইচডি ইউটিউব চ্যানেলে সম্প্রতি  প্রকাশিত হয়েছে আর্থিক সজিব পরিচালিত একক নাটক ‘মাটির মেয়ে’। মুক্তির দশ দিনে প্রায় সাড়ে ১০ মিলিয়ন ভিউ হয়েছে নাটকটির। মন্তব্যের ঘরে দেখা মিলছে দর্শকের আবেগঘন বক্তব্য। ইউটিউব ট্রেন্ডিংয়ে বর্তমানে ১ নম্বরে আছে ‘মাটির মেয়ে’। দিন দিন সাড়া মিলছে আরও। গল্পটি চমৎকার।  মন ছুঁড়ে যায়। 

প্রিয়ন্তী এডিট অ্যান্ড অ্যাফেক্টস পরিবেশিত নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সায়লা সাথী। আরও আছেন তামিম খন্দকার, ইন্তেখাব দিনার, সাবেরী আলম, সূচনা শিকদার প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন পাঠান। 

গ্রাম বাংলার এক তরুণীর জীবনের গল্প উঠে এসেছে নাটকে। জীবনের বিভিন্ন পর্যায়ে পুরুষের নানা রূপ দেখতে পায় সে। মনের বিরুদ্ধে পরিবারের সিদ্ধান্ত মেনে জীবনের নিয়তি মেনে নিতে বাধ্য হয় নারীরা। উচ্ছ্বল জীবনে নেমে আসে ছন্দপতন। উড়ে যায় হাসিমাখা মুখ। টানা-পোড়েনে কেটে যায় দিন। এমনই গল্পে এগিয়ে চলে নাটকের গতিপথ।

নবীন শিল্পী সায়লা সাথী উতরে গেছেন তার অভিনয়ে। আড়ষ্ট ছিলেন তামিম খন্দকার। দারুণ করেছেন ইন্তেখাব দিনার। সাবলিল ছিলেন সূচনা। সাবেরী আলম ছিলেন তাঁর মতো। ‘মাটির পাখি’ গানটি মন ছুঁয়ে যায়। গ্রামের দৃশ্যায়ন চোখের জন্য তৃপ্তিদায়ক ছিলো। ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো করেছেন বিএইচ পারভেজ। 

সবশেষে বলা যায়, শিল্পী নির্বাচনে  সচেতন হলে নাটকটি আরও বেশি দর্শকের নজরে পড়তো। প্রচারেও এগিয়ে  থাকতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়