শিরোনাম
◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর ◈ আশুলিয়ায় ভাড়া বাসায় মিললো স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ ◈ এ‌শিয়া কাপে পাকিস্তানকে গু‌ড়ি‌য়ে দি‌লো ভারত, ম‌্যাচ জিত‌লো ৭ উই‌কে‌টে  ◈ বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল ◈ পদ্মা সেতুতে সোমবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসির আড়ালে বন্ধুত্বের স্মৃতি: মান্নাকে ‘বাংলাদেশের জেমস বন্ড’ বলেছিলেন জাহিদ হাসান

চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৭ বছর পার হলেও কমেনি তাঁর জনপ্রিয়তা ও আবেদন। বন্ধুবৎসল, প্রাণোচ্ছল এই নায়কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিনেতা জাহিদ হাসানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বন্ধুত্বের মধুর কিছু স্মৃতি তুলে ধরেন তিনি।

জাহিদ হাসান বলেন, ‘একবার একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। সেখানেই বলেছিলাম, মান্না ভাইকে দেখে মনে হয়, উনি বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। আমার কাছে তিনি একেবারে জেমস বন্ড মনে হতেন।’ তিনি বলেন, কথাটি নিজেও মান্নাকে জানিয়েছিলেন।

প্রয়াত এই অভিনেতাকে মনে করে জাহিদ হাসান আরও বলেন, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করে দেখতে আমার ভালো লাগে। আমি কেন কাউকে ছোট করব?’

লন্ডন সফরের এক অভিজ্ঞতা শেয়ার করে জাহিদ হাসান বলেন, ‘তিন-চার দিন আমরা বার্গার খাচ্ছিলাম। হঠাৎ মান্না ভাই বললেন, ভাইজান ভাত খেতে ইচ্ছা করছে, মাছ দিয়ে ভাত। এরপর জানলাম, যেখান থেকে আমরা আছি, সেখান থেকে প্রায় চারশ কিলোমিটার দূরে ভাত পাওয়া যাবে। আমরা রওনা দিলাম। বললাম, এটা কি কোনো কথা! উনি হেসে বললেন, “বুঝ না ভাইজান, ভাত খেতে তো হবে।” এটাই ছিল মান্না ভাই, প্রাণোচ্ছল ও মাটির মানুষ।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার মান্না। তবে তাঁর ব্যক্তিত্ব, বন্ধুত্ব আর জনপ্রিয়তা আজও স্মরণীয় হয়ে আছে সহশিল্পীদের হৃদয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়