শিরোনাম
◈ নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেফতার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙ্গা বিএনপি ও এনসিপি! ◈ কলমবিরতি বনাম কাঠামো পরিবর্তন: এনবিআর বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি ◈ অঙ্কনের দারুণ ইনিংস স‌ত্বেও নিউ‌জিল‌্যা‌ন্ডের কা‌ছে ৭০ রানে হারলো বাংলা‌দেশ  ◈ ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা : বাংলাদেশ ব্যাংক ◈ ইন্টারনেটের দাম কমাচ্ছে সরকার : আসিফ মাহমুদ ◈ ৭ কলেজের শিক্ষার্থীদের আবারও মাঠে নামার হুঁশিয়ারি (ভিডিও) ◈ আওয়ামী লীগের সমর্থক হলেও বিএনপিতে আসতে পারেন, যদি দোসর না হন: আমীর খসরু (ভিডিও) ◈ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, এলাকাগুলো হলো ◈ বিদ্যুতের অভাবে বেনাপোল ইমিগ্রেশনে এক ঘন্টা আটকে পাসপোর্টধারীরা, বাণিজ্যে অচলাবস্থা!

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিচালকের প্রস্তাবে প্যান্টে প্রস্রাবে রাজি হয়েছিলেন জানকী, জানালেন ‘বশ’ সিনেমার অভিজ্ঞতা

পর্দায় কাজ করতে গিয়ে বিশেষ করে অভিনেত্রীদের বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। প্রযোজক, পরিচালকের আপত্তিকর প্রস্তাব হজম করতে হয়। হতে হয় হেনস্তার শিকারও। তবে দক্ষিণী অভিনেত্রী জানকী বদিওয়ালা পেয়েছিলেন অদ্ভুত এক প্রস্তাব। তাকে প্যান্টে প্রস্রাব করতে বলেছিলেন পরিচালক।

এতে মোটেও বিব্রত হননি অভিনেত্রী। বরং সানন্দে রাজি হয়েছিলেন। কেননা বিষয়টি শ্রুতিকটু হলেও তা ছিল একটি সিনেমার প্রয়োজনে। সেকারণেই লুফে নিয়েছিলেন তারকা।

গুজরাটি সিনেমা ‘বশ’ নির্মাণকালীন ঘটনা এটি। এই ছবিতে একটি দৃশ্য রয়েছে যেখানে জাহ্নবীরূপী জানকী তান্ত্রিক দ্বারা এতটাই নিয়ন্ত্রিত হন যে নিজের পোশাক পরাবস্থায় প্রস্রাব করে দেন। দৃশ্যটি বাস্তবসম্মত করে তুলতে পরিচালক কৃষ্ণদেব ইয়াগনিক এরকম প্রস্তাব দিয়েছিলেন তাকে। 

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে জানকি বলেছিলেন, ‘আমরা যখন ওয়ার্কশপ করছিলাম, তখন পরিচালক আমার কাছে জানতে চেয়েছিলেন যে, তুমি কি সত্যি এমনটা করতে পারবে? তাহলে বেশ ভালো প্রভাব পড়বে। আমি সেই প্রস্তাব পেয়েই খুব খুশি হয়েছিলাম। একজন অভিনেতা হিসেবে আমি পর্দায় এমন একটা কাজ করার সুযোগ পাচ্ছি। যা এর আগে কেউ কখনও করেনি।’

তবে জানকী রাজি হলেও পরে দৃশ্যটি সম্ভব হয়নি। তার কথায়, ‘কিন্তু পরে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে এটি সম্ভব হয়নি এবং এর জন্য অনেক রিটেক নিতে হয়েছিল। সেটে এটা করা কার্যত অসম্ভব ছিল। সুতরাং আমরা অন্য উপায় বের করেছি।’ অভিনেত্রী জানান, দৃশ্যটির জন্য সিমুলেশন ব্যবহার করা হয়েছিল যাতে মনে হয় জানকী আসলেই নিজের পোশাকে প্রস্রাব করছেন।

২০২৪ সালে ‘শয়তান’ নামে ‘বশে’র রিমেক করা হয় বলিউডে। এতে অভিনয় করেন অজয় দেবগন। তবে গুজরাটি সংস্করণে জানকী এততাই ভালো করেছিলেন যে ‘শয়তানে’র জাহ্নবী চরিত্রেও তাকেই রাখা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়