শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ১০:০০ রাত
আপডেট : ০২ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই ‘পানামা ফারুক’ই অভিনেতা তাহসানের শ্বশুর

সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে। নেটিজেনরা তাহসান-রোজার ছবি শেয়ার করে ক্যাপশন জুড়ে দিচ্ছেন, ‘তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছে’। কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে সেটিই যেন তাহসানের পিছু ছাড়ছে না। হঠাৎ করেই রোজার বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।

নেটিজেনরা বলছেন, রোজার বাবা পানামা ফারুকই বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী, যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন।

 স্থানীয়রা জানায়, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুকের সন্ত্রাসী কার্যক্রম চলে। তিনি হয়ে ওঠেন বরিশালের অন্যতম শীর্ষ সন্ত্রাসী।

২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ফের তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করেন।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র‌্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ছয়-সাতজনের একটি দল যাচ্ছিল।

তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র‌্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।

দুই পক্ষে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ফারুক আহম্মেদ।

বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

তাহসানের বিয়ের খবরে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দম্পতির ছবি শেয়ার করে লিখছেন, ‘তাহসান তার চাঁদের আলো খুঁজে পেয়েছে’। কিন্তু চাদেরও কলঙ্ক থাকে, হয়তো সেটিই এখন সামনে উঠে আসছে। তবে তাহসান এখনো তার শ্বশুরের বিষয়ে কোনো মন্তব্য করেননি। উৎস: কালের কণ্ঠ ও দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়