কুদ্দুস সরকার : বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজিবি মালিক বিহীন অবস্থায় ২২৫ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দিনাজপুর ব্যাটেলিয়ন (৪২বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩২৩ এর ৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ২২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।