স্পোর্টস ডেস্ক ;নিজেদের ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে আরব আমিরাত নারী দল।
এই দল ২০২৫ থেকে ২০২৯ সালের চক্রের জন্য তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে। এর ফলে ওয়ানডে স্ট্যাটাসধারী নারী দলের সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট ১৬টিতে। সংযুক্ত আরব আমিরাত যুক্ত হওয়ায় এই তালিকা থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দল।
আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও পাপুয়া নিউগিনি তাদের ওয়ানডে স্ট্যাটাস ধরে রাখতে সক্ষম হয়েছে। পাকিস্তানে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়ার মাধ্যমে থাইল্যান্ড ও স্কটল্যান্ড তাদের স্ট্যাটাস অক্ষুণ্ণ রেখেছে।
অন্যদিকে, নেদারল্যান্ডস ও পাপুয়া নিউগিনি তাদের টি-২০ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই মর্যাদা ধরে রেখেছে। সংযুক্ত আরব আমিরাতও তাদের টি-২০ র্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে থাকার সুবাদে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে।
এদিকে, আইসিসির সর্বশেষ টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দুইয়ে আছে ইংল্যান্ড এবং তিনে ভারত। এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কিছুটা অবনতি হয়েছে। বাংলাদেশ নবম স্থান থেকে নেমে এখন দশম স্থানে অবস্থান করছে। আয়ারল্যান্ড এক ধাপ উপরে উঠে নবম স্থানে উঠে এসেছে।