শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৩ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসিইউতে চিকিৎসাধীন অঞ্জনার অবস্থা সংকটাপন্ন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। তার ছেলে নিশাত রহমান মণি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গেল ৬ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালেরসিসিইউতে চিকিৎসাধীন আছেন অঞ্জনা। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

মায়ের অসুস্থতার খবর জানিয়ে অঞ্জনার ছেলে নিশাত মণি বলেন, ‘আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

চলতি মাসের শুরুর দিকে জ্বরে পড়েন তিনি। জ্বর না কমায় গত ২২ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। 

নিশাত মণি আরও বলেন, ‘হাসপাতালে জ্বর নিয়ে আম্মুকে ভর্তি করানো হলেও কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা চললেও এখনও আম্মু সুস্থ হননি। এখন আম্মুকে ভালোও বলা যাচ্ছে না, খারাপও বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, মূলত নৃত্যশিল্পী থেকে চিত্রজগতে পা রাখেন অঞ্জনা। নাচের গুণেই দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন তিনি। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। 

১৯৭৬ সালে ‘সেতু’ সিনেমা দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন তিনি। অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়