শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৩ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে দুই সিনেমা ভেঙে দিতে পারে  'পুষ্পা ২'র রেকর্ড

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম রবিবারেই সিনেমাটি ৭৫ কোটি টাকার রেকর্ড গড়েছে, যা নিয়ে গোটা ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, আগামী দুই বছরের মধ্যে বলিউডে এমন সিনেমা আসবে, যা এই রেকর্ড ভাঙতে সক্ষম হবে।

ডিস্ট্রিবিউটর এবং প্রদর্শক রাজ বানসালের ভবিষ্যদ্বাণী, "২০২৫ সালের মধ্যেই এটি সম্ভব হবে। পোস্ট-প্যানডেমিক পরিস্থিতিতে আমরা ভাবছিলাম, ৩০০ কোটি টাকা অতিক্রম করা সম্ভব কি না। কিন্তু ২০২৩ সালে আমরা ৫০০ কোটি টাকার গণ্ডি পেরোনো চারটি সিনেমা দেখেছি। এমনকি আগামী দুই বছরে একটি সিনেমা ১,০০০ কোটি টাকা ব্যবসা করবে বলেও আমি বিশ্বাস করি। রণবীর কাপুর খুব শিগগিরই এই মাইলফলক অর্জন করবেন। শাহরুখ খানও সঠিক প্রজেক্ট পেলে এটি সম্ভব করতে পারবেন।"

প্রযোজক গিরিশ জোহারের মতে, ‘‘ওয়ার ২’-এর সম্ভাবনা রয়েছে, তবে আমি ‘রামায়ণ’-এর পক্ষে বাজি ধরব। এই সিনেমায় রণবীর কাপুর ও সানি দেওলের মতো অভিনেতা আছেন এবং এটি দীপাবলির সময়ে মুক্তি পাবে। এছাড়া, সিনেমাটি বড় আকারে তৈরি হবে। তাই এই সিনেমাটি বিশাল হিট হতে পারে।

জনপ্রিয় পরিচালক-প্রযোজক সঞ্জয় গুপ্ত বলেন, "‘পুষ্পা ২: দ্য রুল’  নির্মাণে ৩০০ দিনেরও বেশি সময় লেগেছে এবং পুরো দুটি পার্ট তৈরি করতে তাদের ৩ বছর লেগেছে। ‘বাহুবলী’ -র জন্য প্রভাস ৫ বছর সময় দিয়েছেন। আমাদের এমন অভিনেতা প্রয়োজন যারা একটি সিনেমার জন্য এতটা সময় ও মনোযোগ দিতে রাজি। তখনই বাকি কাজগুলো ঠিকঠাক হবে।" বলিউড বর্তমানে নতুন রেকর্ড তৈরির পথে এগিয়ে যাচ্ছে।

তরণ আদর্শের মতে, "কখনও বলবেন না যে এটি সম্ভব নয়। সময় এবং বক্স অফিস সবকিছুর উত্তর দেয়। 'ওয়ার ২' এবং 'রামায়ণ' সেই সম্ভাবনা রাখে। 'পুষ্পা ২' আমাদের জন্য একটি সুন্দর মোড়। এর পরেও যদি বলিউড উন্নতি করতে না পারে, তবে বলার কিছুই থাকবে না।" ‘রামায়ণ’  ও ‘ওয়ার ২’ -এর মতো প্রকল্পগুলো হয়তো ‘পুষ্পা ২’ -এর রেকর্ড ভাঙতে সক্ষম হবে। একমাত্র সময়ই এর উত্তর দিতে পারবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়