শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৩ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম স্ত্রীর মামলায় ১০ টাকা জরিমানা উদিত নারায়ণের

উদিত নারায়ণ

নব্বই দশকে সুরের জাদুতে বলিউডের সংগীতে রাজ করেছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। আজও তার গানগুলো শোনা যায় মানুষের মুখে মুখে। আর সেই শিল্পীকে নাকি জরিমানা গুনতে হয়েছে, তাও আবার মাত্র ১০ টাকা!

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহার কোর্টে উদিতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে শেষ শুনানির দিন হাজির হননি তিনি। মূলত এই অপরাধেই উদিতকে ১০ টাকা জরিমানা করেছেন আদালত।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে গায়কের নামে একটি মামলা দায়ের করেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা। তাদের পুরোনো বৈবাহিক সম্পর্ক ঠিক করার জন্য এবং বৈবাহিক জীবন কাটানোর জন্য এই মামলা দায়ের করা হয়েছিল বলে জানান রঞ্জনার আইনজীবী অজয় কুমার।

সোমবার (১৬ ডিসেম্বর) এই মামলার চূড়ান্ত শুনানির দিন দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে গায়ক নিজে তো হাজির ছিলেনই না, এমনকি তার পক্ষ থেকে অন্য কেউ জবাব দেননি। বিহারের সেই পারিবারিক কোর্টের বিচারপতি রাহুল উপাধ্যায় এদিন ১০ টাকার জরিমানা করেন উদিত নারায়ণকে এবং আগামী ২৮ জানুয়ারির মধ্যে তাকে জবাব দেওয়ার সুযোগ দেন।

কিন্তু কেন আবারও বৈবাহিক জীবন কাটাতে চান রঞ্জনা? তার কথায়, তিনি এখন বৃদ্ধ এবং অসুস্থ। তাই তিনি এখন তার স্বামী উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। তিনি আদালতের উপর আস্থা রাখছেন বলেও জানান। যদিও এখনও গায়কের তরফে কিছুই জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়