শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৮ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহাত ফতেহ আলীর সঙ্গে ভিডিও কলে কী কথা হলো রুনা লায়লার

অনুষ্ঠানটি ছিল রুবাইয়াত জাহান ও রাজা কাশেফের গাওয়া নতুন দেশাত্মবোধক গান ‘বাংলাদেশ তোমায় ভালোবাসি’–এর মিউজিক ভিডিওর প্রকাশনা। অনুষ্ঠান চলাকালে একটি ভিডিও কল এল রাজা কাশেফের মুঠোফোনে। তিনি ফোনটা এগিয়ে দিলেন রুনা লায়লাকে। ভিডিও কলে আর কেউ নন, উপমহাদেশের প্রখ্যাত সুফিগানের শিল্পী রাহাত ফতেহ আলী খান। তিনি রুনা লায়লার সঙ্গে কথা বলতে চাইছেন। ২১ ও ২৩ ডিসেম্বর দুটি অনুষ্ঠানে গান গাইতে বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। আর সেই সুবাদে কুশল বিনিময় করতেই রুনা লায়লাকে তিনি ফোনে খুঁজে নিলেন।

রুনা লায়লা উর্দুতেই কথা শুরু করলেন, ‘কেমন আছেন? শুনলাম, আপনি নাকি ঢাকায় আসছেন? খুব ভালো।’ অপর প্রান্ত থেকে অত্যন্ত বিনয়ী রাহাত ফতেহ আলী খান বললেন, ‘ভালো আছি। জি, আমি আসছি ২০ তারিখ। আপনি কেমন আছেন?’

এরপর দুজনের কথা চলতে থাকল। রুনা লায়লা ভিডিও কলেই উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বিভিন্ন বিষয় নিয়ে কথার ফাঁকে তিনি মনে করিয়ে দিলেন যে রাহাত ফতেহ আলী খানের গাওয়া প্রথম বাংলা গানটি তাঁর সুর করা। ‘ভালোবাসা আমার পর হয়েছে,/ বুকে বেদনার ঝড় বয়েছে,/ মন তবু সব সয়েছে।’ রুনা লায়লা গানটি গেয়েও উঠলেন। এরপর রাহাত ফতেহ আলী খানের পালা।

তিনিও গেয়ে উঠলেন গানটি। ফোনেই চমৎকার একটি জ্যামিং সবাই উপভোগ করলেন। ঢাকায় এলে রাহাত ফতেহ আলী খান যেন একটি সন্ধ্যা গুণী এই শিল্পীর বাড়িতে কাটান, সে আমন্ত্রণ জানাতে ভুললেন না রুনা লায়লা। রাহাত ফতেহ আলী খানও তা সাদরে গ্রহণ করলেন।

দুই কিংবদন্তির কথোপকথন শেষ হতেই সবার চোখ পড়ল ভিডিও মনিটরে। রুনা লায়লার ঘোষণার পর সেখানে অবমুক্ত হলো রুবাইয়াত জাহান ও রাজা কাশেফের গাওয়া দেশের গানের মিউজিক ভিডিও ‘বাংলাদেশ তোমায় ভালোবাসি’। গানটি দেখা যাবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ও প্রথম আলোর ফেসবুক পেজে।

১৫ ডিসেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে বসেছিল এ আয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী খুরশীদ আলম, ফোয়াদ নাসের বাবু, শহীদুল্লাহ ফরায়জী, রবি চৌধুরী, ধ্রুব গুহ, তরুণ মুন্সী, তানজিলা রুমা, সাদেক আলী প্রমুখ।  উৎস: প্রথম আলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়