শিরোনাম
◈ যুদ্ধের আশঙ্কায় যুবক-ছাত্রদের ট্রেনিং দিচ্ছে ভারত ◈ একদিনেই চার দেশে হামলা চালিয়েছে ইসরায়েল ◈ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরো সহায়ক হবে: মির্জা ফখরুল ◈ বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া ◈ ‌রিয়াল মা‌দ্রিদ ছে‌ড়ে দি‌চ্ছে আন‌চেল‌ত্তিকে, ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই ◈ আর্জেন্টনার বিস্ময়বালক, যা‌কে দ‌লে নি‌তে রিয়াল মাদ্রিদসহ অ‌নেক ক্লা‌বের লড়াই চল‌ছে ◈ সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে, অতঃপর.. ◈ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা ◈ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পে‌লেন রাবাদা, আই‌পিএ‌লে ফির‌তে পার‌বেন ◈ ৪ মাস পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ১২:১৮ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলিয়ার সঙ্গে শাশুড়ি নীতু সিংয়ের সম্পর্ক কেমন? জানালেন ননদ ঋদ্ধিমা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তিনি তার অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। শুধু তাই নয়, তার প্রতিভার জন্যও তিনি অনেকের প্রশংসা অর্জন করেছেন। আলিয়া তার শ্বশুরবাড়ির সদস্যদের কাছেও অত্যন্ত পছন্দের একজন মানুষ। সম্প্রতি অভিনেতা রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা সাহনি আলিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। 

ঋদ্ধিমা সাহনি বলেন, আলিয়া ভাট তার কঠিন সময়ে পাশে ছিলেন। আমার বাবা ঋষি কাপুর যখন চিকিৎসার জন্য বিদেশে যান, তখনই আমাদের দাদি মারা যান। সেই সময় আলিয়া শুধু আমার পাশে ছিল না, সে ব্যক্তিগতভাবে সবকিছু ব্যবস্থা করে দিয়েছিল। তিনি বলেন, আলিয়া সব কিছু মন দিয়ে করেছে এবং তার সমর্থন খুব সহায়ক প্রমাণিত হয়েছিল। 

আলিয়ার সহানুভূতিশীল আচরণকে অত্যন্ত প্রশংসা করে ঋদ্ধিমা বলেন, আলিয়া সারাক্ষণ তার সঙ্গেই ছিল, আমার খাবারের ব্যবস্থা করেছে এবং সারাটা সময় তাকে সান্ত্বনা দিয়েছে। 

এ ছাড়া আলিয়া ও তার শ্বশুরবাড়ির সদস্যদের সম্পর্কের ব্যাপারে ঋদ্ধিমা আরও বলেন, আলিয়া এবং আমার মা, নীতু সিংয়ের সম্পর্ক খুব ভালো— প্রেমময়। আলিয়া যে কোনো কাজ মন দিয়ে করে এবং তার এই গুণের জন্য আমি তাকে খুব শ্রদ্ধা করি। ঋদ্ধিমা আরও বলেন, আলিয়া কাপুর পরিবারের সঙ্গে খুব সহজেই মিশে গেছেন এবং তিনি তার শ্বশুরবাড়ির সবাইকে খুব আদর ও স্নেহের সঙ্গে গ্রহণ করেছেন।

তিনি বলেন, আলিয়া তার কাজকে খুব মন দিয়ে করে। তিনি একে অপরের প্রতি খুব যত্নশীল ও সহানুভূতিশীল। আমাদের পরিবারে তিনি যেমন একজন সহৃদয় ও ভালো মানুষ, তেমনি তার অভিনয়েও তিনি অসাধারণ বলে জানান ঋদ্ধিমা সাহনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়