শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ, মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে আরও একটি অধিদফতর হচ্ছে ◈ সাইবার নিরাপত্তা আইনের ৯ ধারা বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন ◈ সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল ◈ কবে থেকে ঈদের ছুটি, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ মিয়ানমার থেকে মাতারবাড়ী: বঙ্গোপসাগর ঘিরে চীন-ভারত প্রতিযোগিতা ও আঞ্চলিক জোটের নতুন সম্ভাবনা ◈ জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ জনকে কোপাল যুবলীগ নেতা! ◈ রাজনৈতিক দলগুলোর সাথে ১৫ মে'র মধ্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় কমিশন ◈ মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ এবার ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো, বিরল ছবি ধরা পড়ল মোবাইলে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০১:০৪ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমি ইউটিউবে গাইব কেন? গান গাইতে দিলে কি ক্ষতি হত, সেটাই বুঝিনি: বেবী নাজনীন

দীর্ঘদিন গানের ভুবনে অনুপস্থিত ছিলেন নন্দিত সংগীতশিল্পী বেবী নাজনীন। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে অভিযোগ করে তিনি বলেন, ১৬ বছর আমাকে গান গাইতে দেওয়া হয়নি। ভক্তদের থেকে আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

বিদেশে অবস্থান করার কারণ ব্যাখ্যা করে এই শিল্পী বলেন, আমি হয়তো দেশে আসতেও পারতাম। কিছু বাধা ছিল। হয়তো আমি বিমানবন্দর পর্যন্ত আসতে পারতাম। কিন্তু দেশে ঢুকতে পারতাম না। তাই এতদিন প্রবাস জীবন কাটানো।

বেবী নাজনীন বলেন, আমি গত ১৬ বছর কাজ করতে পারিনি। আমার ভক্তরা আমাকে কত ভালোবাসেন তা বলে বোঝানো যাবে না। আমি তাদের ভালোবাসা পেয়েই অভ্যস্ত। এই যে তাদের কাছে থেকে আমাকে দূরে সরানো হলো, এটাই তাদের বড় ষড়যন্ত্র। আমি একজন শিল্পী। আমাকে গান গাইতে দিলে তাদের কি ক্ষতি হতো, সেটাই আমি বুঝতে পারিনি।

তিনি আরও বলেন, এই সময়ে হয়তো দু’একটি গান করে ইউটিউবে ছেড়ে দিতে পারতাম। কিন্তু আমি তো ইউটিউবার আর্টিস্ট নই। আমি বাংলাদেশের জাতীয় আর্টিস্ট। আমার কাছে দেশের সম্মান জড়িয়ে আছে। আমি ইউটিউবে গিয়ে গাইব কেন? ১৬ বছর যদি আমাকে আটকে না রাখা হতো তাহলে অনেক ভালো ভালো গান উপহার দিতে পারতাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়