পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। প্রথমে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হলেও ঘোষিত ছুটির আগে-পরে ছিল মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। এছাড়া নির্বাহী আদেশে আরেকদিন ছুটি দেওয়া হলে মেলে ৯ দিনের লম্বা ছুটি।
এবার ঈদুল আজহায়ও বড় ছুটি ঘোষণা করা হলো। উপদেষ্টাপরিষদের বৈঠকে ১০ দিনের লম্বা ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ মে) উপদেষ্টাপরিষদের বৈঠক শেষে নিউজ টোয়েন্টিফোরকে পরিবেশ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোরবানির ঈদের ছুটি ১০ দিনের অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে।
তবে এবার ছুটি কাটিয়ে আসার পর দুই বন্ধের দিন অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদয়ের। ছুটি শেষে ১৭ এবং ২৪ মে এই দুই শনিবার অফিস খোলা থাকবে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।