শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ, মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে আরও একটি অধিদফতর হচ্ছে ◈ সাইবার নিরাপত্তা আইনের ৯ ধারা বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন ◈ সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল ◈ কবে থেকে ঈদের ছুটি, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ মিয়ানমার থেকে মাতারবাড়ী: বঙ্গোপসাগর ঘিরে চীন-ভারত প্রতিযোগিতা ও আঞ্চলিক জোটের নতুন সম্ভাবনা ◈ জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ জনকে কোপাল যুবলীগ নেতা! ◈ রাজনৈতিক দলগুলোর সাথে ১৫ মে'র মধ্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় কমিশন ◈ মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ এবার ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো, বিরল ছবি ধরা পড়ল মোবাইলে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাজ বদলের জন্য চাটুন ও চাটান : শ্রীলেখা

বিনোদন জগতের টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে শাসক দলের উদ্দেশে তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি কিছু বিশেষ ঘটনা ও পরিস্থিতির বিরুদ্ধে কথা বলতে ভয় পান না। যদিও জানেন যে, এর ফলে কত বড় প্রতিক্রিয়া আসতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে শ্রীলেখা লিখেছেন— সমাজ বদলের জন্য চাটুন ও চাটান… কালীঘাটের হাওয়াই চটি…Tring Tring tri tring।

শ্রীলেখার এই পোস্টে একটি ইঙ্গিত রয়েছে, যা অনেকেই মনে করছেন, তা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও টালিউডের কিছু চরিত্রের প্রতি নির্দেশিত। তবে স্পষ্ট নয়, তিনি আসলে কাদের দিকে আঙুল তুলেছেন। তিনি বরাবরই সমাজের বিভিন্ন অবিচারের বিরুদ্ধে সরব থেকেছেন। এমনকি আরজি করকাণ্ডের ঘটনার প্রতিবাদে তিনি প্রথম সারিতে ছিলেন।

সোমবার রাসবিহারিতে হওয়া একটি প্রতিবাদ কর্মসূচিতেও উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন— গতকাল অভয়া মঞ্চ থেকে… আমরা ভুলিনি ভুলতে দেব না। আরজি করকাণ্ড টু ফালাকাঁটা… বিচার ছিনিয়ে নেওয়ার সময় আসছে। মনে রাখবেন— এ রাজ্য কারোর বাবার নয়, কোনো রানি ও যুবরাজ নেই এখানে। এ রাজ্য আমার আপনার সবার...।

শ্রীলেখা আরও লিখেছেন—রাজ্যে বাচ্চা ও নারীদের সঙ্গে নিরন্তর যে অন্যায় হতেই চলেছে, তার দায় পুলিশ-মন্ত্রীকে নিতেই হবে। জগাখিচুড়ি আর বানাতে দেওয়া যাবে না। বানালে ছাড়ব না। এসব মন্তব্যে তার প্রতিজ্ঞা এবং দৃঢ়তার পরিচয় মিলছে।

তবে সরাসরি শাসক দলের বিরুদ্ধে কথা বলার জন্য তিনি বেশ কিছু কদর্য মিমের শিকার হয়েছেন। শাসক দলের সমর্থিত ফেসবুক পেজ থেকে শ্রীলেখার বিরুদ্ধে বানানো মিম শেয়ার করা হয়েছে, যা সমাজে তার জনপ্রিয়তা ও পরিচয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু এসব কিছুতেই শ্রীলেখার মুখ বন্ধ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়