শিরোনাম
◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১১:৩৬ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কাল থেকে ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াবে প্রার্থীরা

মনিরুল ইসলাম: কাল ২২ জানুয়ারী থেকে ভোটের যুদ্ধে নামবেন বৈধ নির্বাচনী প্রার্থীরা। শেষ হবে  অপেক্ষার পালা। আনুষ্ঠানিক ভোটের প্রচারে নামবেন প্রার্থীরা। 

গতকাল ছিলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আজ বুধবার হবে প্রতীক বরাদ্দ।  নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অনেক প্রার্থী। বিশেষ করে দুই প্রধান নির্বাচনী জোটের অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এসব প্রার্থী সরে দাঁড়ানোয় অনেক আসনে এখন এই দুই জোটের একক প্রার্থী মাঠে প্রচারণায় দৌড়াবেন।

কোনো কোনো আসনে দলীয় বিদ্রোহী প্রার্থীও আছেন প্রতিদ্বন্দ্বিতায়। ৭৯ আসনে বিএনপির বিদ্রোহী ৯২ জন৷ আর জামায়াতের ১ জন। এবারের নির্বাচনে ২৯৮টি সংসদীয় আসনে  প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রায় ২ হাজার প্রার্থী। বিএনপির প্রার্থী আছেন ২৮৫টিতে আর জামায়াতের প্রার্থী আছেন ২৪৩টি আসনে। 

এদিকে, শীর্ষস্থানীয় ৩ নেতা লড়ছেন তারেক রহমান ঢাকা - ১৭ ও বগুড়া - ৬ , ডাঃ শফিকুর রহমান ঢাকা-১৫ এবং নাহিদ ইসলাম ঢাকা-১১ সংসদীয় আসনে। প্রতীক বরাদ্দের পর  রাত ১২টা থেকেই অনলাইনে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। রাত ১২টা ১ মিনিটে বিএনপি নির্বাচনী থিম সং উদ্বোধন করবে। 

মাঠের প্রচার শুরু হবে কাল  সকাল থেকে। বিএনপি’র নেতৃত্বাধীন নির্বাচনী জোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে সিলেট থেকে। বৃহস্পতিবার সিলেটের হযরত শাহজালাল ও শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে দলীয় প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার শুরু করবেন বলে জানা গেছে।  

এদিকে গতকাল সারা দেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে ভোটে অংশ নিতে অনিচ্ছুক প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন। এর মধ্যে ঢাকা জেলার ২০টি আসনে ১৬২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল, তাদের মধ্যে ২৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ঢাকার ২০ আসনে চূড়ান্ত প্রার্থী থাকলেন ১৩৫ জন। সোম ও মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।

সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ২১ জন, ঢাকা আঞ্চলিক রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ২ জন এবং ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিভাগীয় কমিশনারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দেয়া তথ্যে দেখা যায়,  ঢাকা-৫ আসনে ৪ জন, ঢাকা- ৬-এ ১ জন, ঢাকা-৭ এ ২ জন, ঢাকা ৯-এ ২ জন,  ঢাকা ১০-এ ২ জন, ঢাকা-১২ আসনে ১ জন, ঢাকা ১৬ আসনে ২ জন, ঢাকা ১৭ আসনে ২ জন এবং ঢাকা ১৮ আসনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন অথাৎ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। 

বিভাগীয় কমিশনারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২ জন, খেলাফত মজলিসের ৫ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জন, জামায়াতে ইসলামীর ২ জন, গণসংহতি আন্দোলনের ১ জন, স্বতন্ত্র ১ জনসহ বিভিন্ন দলের ২১ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ঢাকা-৯, ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কবির আহমদ ও মোহাম্মদ আশরাফুল হক মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তাছাড়া এনসিপি মনোনীত ঢাকা-৫ ও ঢাকা-৭ আসনের দু’জন প্রার্থী এস এম শাহরিয়া ও তারেক আহমেদ আদেল মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। 

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে দশটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১২ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এসব প্রার্থিতা প্রত্যাহারের পর চট্টগ্রামের ১৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। প্রত্যাহারের শেষ দিন নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-১, ৩, ৪, ১০, ১৪ ও ১৫ আসনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। কুমিল্লায় ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ১০ জন তাদের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।

নোয়াখালীর ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মিলিয়ে ৪৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালীর ছয়টি নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীসহ পাঁচজন প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নোয়াখালীর ছয়টি আসনে মোট ৪৭ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

ইসি’র তথ্য অনুযায়ী, গত ৪ঠা জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন। তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গত রোববার আপিল নিষ্পত্তি শেষ হয়। ইসি’র কর্মকর্তারা জানান, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়। এর মধ্যে আপিল মঞ্জুর হয়েছে ৪২৫টি। এ ছাড়া ২০৯টি আপিল নামঞ্জুর করা হয়েছে। আর ১১টি আপিল প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, বিএনপি তাদের বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়