শিরোনাম
◈ আ. লীগ নেতার ভাগ্নের ব্যবসা নিয়ে এনসিপি নেত্রীর দরকষাকষির অডিও ফাঁস ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাত-পায়ের রগ কাটা চবি শিক্ষার্থীর লাশ মিলল সাগরের তীরে

চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার সাগর পাড় থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। 

শামীমকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আনন্দবাজার আউটার রিং রোড সংলগ্ন সানসেট পয়েন্ট কাশবনের ভেতর থেকে গতকাল রবিবার (১৯ অক্টোবর) তার লাশ উদ্ধার করা হয়। পরে রাত ২টার তার শামীমের পরিবার হাসপাতালে গিয়ে তার লাশ শনাক্ত করেন।

 
শামীম খান ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন। তিনি নগরীর বপড়োল এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গতকাল রবিবার সন্ধ্যার দিকে সাগরতীরের কাশবনে হাত-পা কাটা অবস্থায় পড়েছিলেন শামীম।

চিৎকারের শব্দ পেয়ে কয়েকজন এগিয়ে যায়। কিন্তু হাত-পা কাটা থাকার কারণে তারা তাকে ধরেননি। পরে ঘটনাস্থল থেকে একজন ৯৯৯-এ কল করেন। এরপর হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।
সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল বন্দর থানা হওয়ায় বন্দর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন। 

তিনি আরো বলেন, আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। ঘটনার প্রত্যক্ষদর্শী একজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে শামীমের কাছে ঘটনা জানতে চেয়েছিলেন। তিনি ক্যামেরাও বের করেছিলেন ভিডিও করবেন।

শামীম ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। ক্যামেরা বন্ধ করলে শামীম বলেন, ঘটনা সে নিজেই করেছে। ঘটনাস্থল থেকে একটি এন্টি কাটার উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। আমরা তথ্য সংগ্রহ করছি।

শামীমকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে তা জানার জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২ টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন শামীম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়