শিরোনাম
◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি ◈ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা: স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ◈ বহুমূখি সংকটে দেশের শিল্প খাত ◈ সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে ◈ আবারও বেইলি রোডে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট (ভিডিও) ◈ এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতিও কমেছে ◈ দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির ১০ নির্দেশনা ◈ নিউজিল্যান্ড এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ ◈ বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের ৬ মা‌সের চু‌ক্তি ◈ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুরাবস্থা বাংলা‌দেশ দ‌লের, অবস্থান দশম

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার প্রকাশ্যে এলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি-সম্পাদক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছেন শাখা ছাত্রশিবির সভাপতি ও সাধারণ সম্পাদক। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় ‘ছাত্রশিবির শাবিপ্রবি’ নামের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

ওই পোস্টে জানানো হয়, শাবিপ্রবির ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আছেন তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন। তারা মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্যের কাছে ১৩টি বিষয়ে ৫২ দফা দাবি উল্লেখ করে স্মারকলিপি দিয়েছেন। মনোয়ার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ এবং মাসুদ রানা তুহিন একই বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘আমাদের কমিটি সব সময় নিয়মতান্ত্রিকভাবে হয়ে থাকে। চলতি বছরের জানুয়ারিতে এ কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিও আছে, সময়-সুযোগমতো তা প্রকাশ করা হবে।’

গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যানারে ‘আপাতত’ কোনও রাজনৈতিক কার্যক্রম না চালানোর নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। এ ব্যাপারে জানতে চাইলে তারেক মনোয়ার বলেন, ‘আমরা ব্যানারভিত্তিক শোডাউন, মিছিল, মিটিং আপাতত করবো না। ছাত্ররাজনীতির বিষয়ে আহ্বান থাকবে তা সংস্কার করা। শাবিপ্রবিতে দলীয় ব্যানারে শোডাউন বা কর্মসূচি করতে নিষেধ করা হয়েছে, কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কার্যক্রম পরিচালনা করবো। দলীয় ব্যানারে আমরা কোনো কার্যক্রম পরিচালনা করব না।’

এর আগে গত সেপ্টেম্বরে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের পরিচয় জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি। এরপর ওই কমিটির সাধারণ সম্পাদকের নামও প্রকাশ্যে আসে। এরপর একে একে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে প্রকাশ্যে আসছে ছাত্রশিবিরের কমিটি। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়