শিরোনাম
◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি ◈ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা: স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ◈ বহুমূখি সংকটে দেশের শিল্প খাত ◈ সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতিও কমেছে

গত এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মার্চ মাসের তুলনায় আরও কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। সোমবার (৫ মে) এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ৯ দশমিক ১৭ শতাংশ হয়েছে, গত মার্চ মাসে যেটি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।

কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ। মার্চ মাসে যেটি ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ।

এদিকে মার্চ মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭০ শতাংশ থাকলেও এপ্রিল মাসে সেটি কমে ৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে।  কমেছে শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ।

এছাড়া এপ্রিল মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশে।  এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৪০শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৬ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশে।  এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ১৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৮ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়