নিজস্ব প্রতিবেদক : রূপালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের কার্যক্রম নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। রোববার (৪ মে) রাজধানীর ৫২-৫৩, মতিঝিল দিলকুশা ইউনূস ট্রেড সেন্টারে নতুন কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকের প্রধান কার্যালয় ৩৪, দিলকুশায় অবস্থিত ‘রূপালী ভবন’-এ পরিচালিত হয়ে আসছিল। তবে ভবনটিকে রেট্রোফিটিং ও আধুনিকীকরণের জন্য বর্তমানে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এ কারণে সাময়িকভাবে ইউনুস ট্রেড সেন্টারে প্রধান কার্যালয় স্থানান্তর করা হয়েছে। সংস্কার সম্পন্ন হলে পুনরায় রূপালী ভবনে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পারসুমা আলম, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ, মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈন উদ্দিন মাসুদ, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাইন মঈন, শেখ মুনজুর করিম, মো. মনিরুল হক প্রমুখ।