শিরোনাম
◈ এ‌শিয়া কাপে পাকিস্তানকে গু‌ড়ি‌য়ে দি‌লো ভারত, ম‌্যাচ জিত‌লো ৭ উই‌কে‌টে  ◈ বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল ◈ পদ্মা সেতুতে সোমবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ ◈ বিশ্ববাসীর প্রতি ইসরাইলকে শাস্তি দিতে আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর ◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল্যান্ড এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ডের ‘এ’ দলের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে জয়ের পথ সহজ করে দিয়েছিলেন শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেনরা। ছোট লক্ষ্য তাড়ায় কোনো বিপদ হতে দেননি ব্যাটাররা। ৭ উইকেটের সহজ জয়ে ৫০ ওভারের তিন ম্যাচের সিরিজ শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। -- অলআউট স্পোর্টস

সোমবার সিলেটে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডকে ১৪৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ২২ ওভার ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

প্রথম ৭ ওভারের ভেতর চার কিউই ব্যাটারকে সাজঘরে ফেরান শরিফুল ও খালেদ। তাদের কেউই রানের খাতা খুলতে পারেনি। এরপর উইকেট শিকারে যোগ দেন ইবাদত ও তানভীর ইসলাম। সফরকারীদের হয়ে দুই অঙ্কের ঘরের দেখা পান কেবল দু’জন।

৫১ বলে ৪২ রান করা ওপেনার রিস মারিউকে স্টাম্পিং করান তানভীর। অন্যদিকে ৬৪ বলে ৭২ রান করেন ডিন ফক্সক্রফট। শেষ উইকেট জুটিতে দলের খাতায় ৬২ রান যোগ করেন তিনি। ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে ইনিংসের ইতি টানেন ইবাদত। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটার।

খালেদের শিকার ৩ উইকেট। দুটি করে উইকেট নেন শরিফুল ও ইবাদত। বাঁহাতি স্পিনে তানভীরের শিকার ৩ উইকেট।

রান তাড়ায় দলকে আগ্রসী শুরু এনে দেন নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন। ১২ বলে ২৪ রান করা ইমনের বিদায়ে থামে ৩৬ রানের উদ্বোধনী জুটিটি।  দলীয় ৫৩ রানে ফেরেন নাঈম (১৮)। তৃতীয় উইকেটে এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫৫ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছায় বাংলাদেশ। বিজয় ফেরেন ৩৮ রান করে। এরপর মাহিদুলের ৪২ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ২০ রানের অপরাজিত দুটি ইনিংসে ২৭ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

একই মাঠে আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়