ডেস্ক রিপোর্ট : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দিয়েছেন করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ শামছুল আলম। নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে বিশ্ব বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ বরণ করে নেন।
এ সময় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, যারা যুগে যুগে আলিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেছেন তাদের নিয়ে আমরা অহংকার করি। আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থা একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা, এ শিক্ষা ব্যবস্থার ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমাদের সেই ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করতে হবে।
মানবজীবনে নৈতিকতা, সততা এবং মূল্যবোধ সৃষ্টিতে আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই উল্লেখ করে এ শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কর্মরত সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একতাবদ্ধ হয়ে ন্যায়ের পথে কাজ করার আহবান জানান।