শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ১২:২৭ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের নতুন নোট গ্রহণ করছেনা এটিএম বুথ, সোশ্যাল মিডিয়ায় জনতার ক্ষোভ

ঈদের আগে, বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী নতুন নকশার ২০, ৫০ ও ১ হাজার টাকার নোট বাজারে ছেড়েছে। এ নতুন নোটগুলো কিছুটা ডিজিটাল ও আধুনিক ঢংয়ে নকশা করা হয়েছে। যে নকশাগুলোর মধ্যে রয়েছে কান্তিজির মন্দিরসহ সংস্কৃতির বেশ কিছু অংশ। যা দেখতে আকর্ষণীয় হলেও ৯২% মুসলিম দেশ হিসেবে বিষটি ভালো চোখে দেখেননি অনেকেই , তবে মূল সমস্যার কেন্দ্রে এখন রয়েছে এই নোটগুলো গ্রহণের ব্যাপারটি। সামাজিক মিডিয়া এবং দেশের অন্যান্য স্থানে এখন তীব্র আলোচনা চলছে—নতুন নোটগুলি কেন এটিএম বুথে নিচ্ছে না?

এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে । একটি ভিডিও তে দেখা যায় ১ হাজার টাকা নোট হাতে এক যুবক বলছে কোনো দোকানদার এই নতুন টাকা নিচ্ছেননা তারা বলছেন এটি জাল টাকা। তিনি আরও জানান অনেক দোকানে ঘুরেও কাউকে বিশ্বাস করাতে পারেননি এটা নতুন টাকা। আরেকটি ভিডিওতে দেখা যায়, এটিএম বুথ সরাসরিই টাকাটি নিচ্ছেনা।

তবে কি প্রযুক্তিগত এই মেশিন টাকার সাইজ সঠিক মিলেনি তাই গ্রহণ করছেনা? নাকি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সিস্টেমের অবকাঠামোগত দুর্বলতার কারণ। কেন এমন ঘটনা ঘটলো? বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছেড়ে দিল, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পর এই নতুন নোটগুলি যেন এক অদৃশ্য বাধার মুখে পড়ে যাচ্ছে। এটিএম বুথগুলো যেখানে জনগণের ব্যাংকিং সুবিধা পাওয়ার প্রধান উৎস, সেখানে নতুন নোট গ্রহণ করছে না মেশিনটি। এই পুরো পরিস্থিতি কি পরিকল্পিত কোনো দুর্বলতা, নাকি কেন্দ্রীয় ব্যাংকের একটা বিশাল ব্যর্থতা?

এই ধরনের পরিস্থিতি শুধু হাস্যকর নয়, বরং দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটি দেশের অর্থনীতির জন্য কতটা ক্ষতিকর হতে পারে, তা হয়তো আগামী দিনে বুঝা যাবে। সরকার যদি নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তার সাথে সঙ্গতিপূর্ণ একটা সঠিক অবকাঠামোও দরকার ছিল, যাতে জনগণ সুবিধা পায়। যদি একটি নতুন নোট রিলিজ করা হয়, তবে তা সঠিকভাবে, প্রযুক্তিগতভাবে এবং জনসাধারণের সুবিধার্থে উপযুক্তভাবে ব্যবহারের উপযোগী হওয়া উচিত। এই ধরনের অব্যবস্থা দেশের মানুষের ক্ষতির কারণ হবে। সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়