শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ০৩:২৩ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

রোববার আসছে নতুন নোট, নকশায় থাকছে ঐতিহাসিক স্থাপত্য

নিজস্ব প্রতিবেদক : আগামী রোববার (১ জুন) থেকে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের নতুন নকশার ব্যাংক নোট। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের এই নোটগুলো প্রথমবারের মতো ইস্যু করা হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে শুরু হয়ে পরবর্তীতে অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমকে ভিত্তি করে সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন ডিজাইন ও সিরিজের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় প্রথম দফায় ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে।

নতুন এই নোটের পাশাপাশি প্রচলিত কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ ও চালু থাকবে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) ছাপা হয়েছে, যা নির্ধারিত মূল্যে পাওয়া যাবে মিরপুরের টাকা জাদুঘরে।

নতুন ১০০০ টাকার নোটের ডিজাইনে রয়েছে দেশের ইতিহাস ও স্থাপত্যশৈলীর ছাপ। ১৬০ মিমি বাই ৭০ মিমি আকারের এই নোটটি ১০০ শতাংশ কটন কাগজে ছাপা এবং এতে প্রাধান্য পেয়েছে বেগুনি রঙ। জলছাপে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘১০০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

নোটটির সম্মুখভাগে রয়েছে জাতীয় স্মৃতিসৌধের ছবি ও শাপলা ফুলের অলংকরণ, যেখানে মাঝখানে মুদ্রিত আছে প্রতিশ্রুত বাক্য ও মূল্যমান। পেছনের অংশে রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি। চার কোনায় মূল্যমান উল্লেখের পাশাপাশি ডান পাশে রয়েছে উলম্বভাবে লেখা ‘১০০০’।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য মূল্যমানের নোটেও পর্যায়ক্রমে এই থিম ও ডিজাইন অনুসরণ করে নতুন সিরিজ ইস্যু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়