চলতি মে মাসের ১৭ দিনে দেশে ১৬১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সংশোধিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে দেখা যায়, এই সময়ের মধ্যে গড়ে প্রতিদিন ৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছরের মে মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫১ লাখ ডলার।
রেমিট্যান্সের উৎসের বিশ্লেষণে দেখা যায়, ৪৯ কোটি ৩৩ লাখ ডলার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে। এর মধ্যে দুটি বিশেষায়িত রাষ্ট্রীয় মালিকানাধীন (কৃষি) ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ৯৯ লাখ ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ কোটি ৩০ লাখ ডলার। সব ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ২৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স আহরণ করেছে।
২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ১৭ মে পর্যন্ত চলতি ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে বাংলাদেশ রেকর্ড ২ হাজার ৬১৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে। যা ২০২৩-২৪ অর্থবছরে প্রাপ্ত রেমিট্যান্সের চেয়ে বেশি।
প্রবাসীরা ইতোমধ্যেই ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের মধ্যে ২ হাজার ৪৫৪ কোটি ডলার পাঠিয়েছেন।
গত এপ্রিলে ২৭৫ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি ডলার, জুলাইতে ১৯১ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করে চলেছে, যা জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।