শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড পেলেন তিন উদ্যোক্তা

মনজুর এ আজিজ : নারীবাদী সবুজ জলবায়ু রূপান্তরে বিশেষ অবদান রাখা ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তা এবং কর্পোরেট প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান ও উৎসাহিত করতে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৫’। এ বছর দুটি বিভাগে এই পুরস্কার পেয়েছেন দুই এসএমই উদ্যোক্তা এবং একটি কর্পোরেট প্রতিষ্ঠান। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এসএমই বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন- সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস (সিডিপি)-এর আওতাধীন ‘ট্রিপ্তি বুটিক হাউস’ এবং ‘ইকোয়লবি বাংলাদেশ’। কর্পোরেট বিভাগে বিজয়ী হয়েছে ‘আমান স্পিনিং মিলস লিমিটেড’। বিজয়ীদের প্রত্যেককে অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ বছর ‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড’ এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং ২০ এপ্রিল পর্যন্ত মোট ২৭টি আবেদন জমা পড়ে। বিচারকমণ্ডলী কয়েক দফা যাচাই-বাছাই শেষে তিনটি প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করেন। বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন সাপোর্ট-এর কান্ট্রি ম্যানেজার সুরাইয়া আক্তার, ই-কুরিয়ার লিমিটেডের সিইও বিপ্লব ঘোষ রাহুল, উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, অ্যাকশনএইড ইন্টারন্যাশনালের আইএইচএআরটির গ্লোবাল রেজিলিয়েন্স অ্যাডভাইজার তানজির হোসেন এবং অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

টেকসই উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা, পরিবেশ-বান্ধব অবকাঠামো, ন্যায্য রূপান্তর ও সবুজ কর্মসংস্থান এবং টেকসই ও জেন্ডার সংবেদনশীল উদ্ভাবন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এ বছর পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফারাহ্ কবির বলেন, বাংলাদেশে এই প্রথম এমন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে ন্যায্য ও নারীবাদী রূপান্তরে এসএমই ও কর্পোরেট প্রতিষ্ঠানদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই পুরস্কার টেকসই অর্থনীতি ও সবুজ পৃথিবী গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ ও মাইলফলক পদক্ষেপ হয়ে থাকবে। অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আগে ও পরে লোকসংগীত ও জ্যাজ সংগীতের পরিবেশনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে এএআইবিএসের চেয়ারপার্সন ইব্রাহিম খলিল আল-জায়াদ বলেন, এ  অনুষ্ঠানের সবকিছুই পুনর্ব্যবহারযোগ্য উপাদানে তৈরি। আমাদের এখন সবুজ জলবায়ু রূপান্তরের পথে এগোনোর সময় এসেছে। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- অ্যাকশনএইড অস্ট্রেলিয়ার বোর্ড চেয়ার বেলিন্ডা মরিস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়