শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০১:৫৮ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঁজিবাজারের উন্নয়নে আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কমিটি

দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটি গঠন করেছে সরকার। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিএসইসিকে অধিকতর শক্তিশালী করা এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হলো। এ কমিটির সভাপতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। কমিটির সদস্য করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

কমিটির কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, বিএসইসিকে অধিকতর শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, পুঁজিবাজার শক্তিশালীকরণের লক্ষ্যে উন্নয়ন কৌশল প্রণয়ন, বিশেষ করে প্রবাসী বন্ডের আকর্ষণ বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণ; পুঁজিবাজার নিয়ন্ত্রণ ও তদারকি জোরদারের জন্য নীতিগত সুপারিশ প্রদান; বিনিয়োগ আকৃষ্ট করা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান; তারল্য বৃদ্ধি, কর্পোরেট গভর্ন্যান্স উৎসাহিতকরণ এবং নতুন তালিকাভুক্তি ও আর্থিক উপকরণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।

কমিটির সদস্যরা বিএসইসির নির্ধারিত হারে মিটিং ভাতা প্রাপ্য হবেন এবং কমিটি প্রয়োজন মনে করলে পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও অংশীজনের পরামর্শ গ্রহণ করতে পারবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়