শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ভোজ্যতেলের কর সুবিধা বাড়ানোর সুপারিশ

মনজুর এ আজিজ : ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ে অব্যাহত শুল্ক-কর রেয়াত চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে এ-সংক্রান্ত চিঠি দিয়েছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়, গত ১৫ ডিসেম্বর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার তেল, অপরিশোধিত ক্যানোলা তেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে পরিশোধিত সয়াবিন ও পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। ভ্যাট অব্যাহতি এ শুল্ক-করের রেয়াতি সুবিধার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। তাই চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এর মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

আসন্ন ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ভোজ্যতেলের (সয়াবিন, পাম, সানফ্লাওয়ার ও ক্যানোলা) দাম স্থিতিশীল ও সরবরাহ বাড়ানোর জন্য গত ১৫ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনের মেয়াদটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলে সার্বিকভাবে ‘অত্যাবশ্যকীয় পণ্য’ হিসেবে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য স্থিতিশীল থাকবে এবং ভোক্তাসাধারণের স্বার্থ সংরক্ষিত হবে মর্মে কমিশন মনে করে।

এ পরিস্থিতিতে ভোক্তাসাধারণের স্বার্থে ‘অত্যাবশ্যকীয় পণ্য’ ভোজ্যতেলের (সয়াবিন, পাম, সানফ্লাওয়ার ও ক্যানোলা) বাজার স্থিতিশীল করতে প্রজ্ঞাপনটির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একইসঙ্গে ভোজ্যতেলের বৈচিত্র্যকরণের জন্য সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের শুল্ক করাদি সয়াবিন ও পাম তেলের মতো একইরকম করার জন্য আগামী অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২-এর ৭(১) ও ৭(৪) ধারা অনুযায়ী এই সুপারিশ করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়