শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বছরের প্রথম দিনে যে কারণে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

নতুন বছরের প্রথম দিনেও স্বর্ণের দাম বেড়েছে আউন্সপ্রতি ১৮.২৫ ডলার।

বুধবার (১ জানুয়ারি) সকালে বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল আউন্সপ্রতি ২,৬২৪.৪৯ ডলার।

এর আগে ২০২৪ সাল ছিল স্বর্ণের সোনালি সময়। বছরজুড়েই দাম বেড়েছে স্বর্ণের। গত ১ বছরে স্বর্ণের দাম বেড়েছে ২৬.৫৪% বা ৫৪৬.৬৩ ডলার। এরই ধারাবাহিকতায় বুধবার বছরের প্রথম দিনেও স্বর্ণের দাম বেড়েছে। খবর ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ও রয়টার্সের।

২০১০ সালের পর থেকে স্বর্ণের বাজার সবচেয়ে ভালো সময় পার করেছে গত বছরই। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়, ভূরাজনৈতিক অস্থিরতা ও মুদ্রানীতির রাশ আলগা হওয়ার কারণে ২০২৪ সালে স্বর্ণের দাম বেড়েছে।

এছাড়াও স্পট মার্কেটে বছরের শেষ দিন স্বর্ণের দাম বেড়েছে ০.৪%; প্রতি আউন্সের দাম ওঠে ২,৬১৫ ডলারে।

অপরদিকে ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও নীতি সুদহার কমিয়েছে। তবে ২০২৫ সালে সুদহার কমানোর এই গতি কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কার্যক্রমের কারণেও বৈশ্বিক অর্থনৈতিক নীতি প্রণয়নে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এছাড়াও ট্রাম্প নির্বাচনী প্রচারণা সময়ই ঘোষণা দেন যে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যে শুল্ক বৃদ্ধি করবেন; সেই সঙ্গে বাণিজ্যের নিয়মকানুন শিথিল করাসহ বিভিন্ন ব্যবস্থা নেবে তারা।

স্বর্ণের দাম বাড়ার মূল কারণ হলো- অর্থনৈতিক ও ভূরাজনৈতিক উত্তেজনায় স্বর্ণ নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে বিবেচিত হয়। আর্থিক পরিষেবা কোম্পানি এক্সিনিটি গ্রুপের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, ‘‘ট্রাম্পের শাসনামলে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে ২০২৫ সালেও স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী থাকতে পারে।’’

এ বিষয়ে গোল্ডম্যান স্যাকসের পণ্যবিষয়ক কৌশলবিদ ডান স্ট্রুইভেন বলেন, ‘‘ভবিষ্যতে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলারে ওঠতে পারে; কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ চাহিদা ও ফেডের সুদহার কমানোর কারণে দাম এভাবে বাড়তে পারে।’’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়