শিরোনাম
◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ◈ মার্কিন শুল্কছাড়ে লাভবান বাংলাদেশ, ধস নেমেছে ভারতের টেক্সটাইল শেয়ারবাজারে ◈ বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার পাবে সোনামসজিদ স্থলবন্দর: নৌ উপদেষ্টা

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩৬ টি মোবাইল ফোনসহ  ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের ছিনতাইকৃত ১৩৬ টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

গ্রেফতারকৃতরা হলো- মোঃ উজ্জল (৩৫), মোঃ সোহাগ (২১),  মোঃ সিয়াম (১৮),  মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৪) ও  জাহিদুল ইসলাম (৩৫)। 

সোমবার  গুলিস্তানের নগর ভবনের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরীসহ সারা দেশে ছিনতাইকারীদের সঙ্গে সিন্ডিকেট গড়ে তুলে ছিনতাইকৃত মোবাইল ফোন ঢাকায় এনে গুলিস্তান ও আশপাশের এলাকায় অবৈধভাবে বিক্রি করতো।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি  যাত্রাবাড়ী এলাকা হতে ৫০টি মোবাইল ফোনসহ মোঃ কাউছার (৩৭) নামক একজনকে গ্রেফতার করে সিটিটিসি। এ সংক্রান্তে গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়। উক্ত মামলার তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী  সোমবার সিটিটিসি স্পেশাল এ্যাকশন গ্রুপের অভিযানে বিভিন্ন মডেলের ১৩৬ টি মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে সম্পৃক্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের  যাত্রাবাড়ী থানার মামলায় আদালতে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়