শিরোনাম
◈ জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব শুধু কমিশনের একার নয়: আলী রীয়াজ ◈ রা‌তে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলা‌দেশ- ভারত মুখোমুখি ◈ বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক ◈ এনবিআর ভেঙে নতুন ২টি বিভাগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাস্থ্যব্যয়ে বাড়ছে দারিদ্র্য: গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ সার্ভিস ফি-কমিশন বন্ধ, পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘বিদেশি নাগরিকত্ব’ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন খলিলুর রহমান ◈ ৪৫ হাজার টাকার জন্য ভ্যানচালককে মে-রে ড্রিল মেশিন দিয়ে তার চোখ খোলা হয়! ◈ ইডেন গা‌র্ডেনে আই‌পিএ‌লের ফাইনাল ফেরানো নি‌য়ে সৌরভ গাঙ্গু‌লির দৌঁড়ঝাপ ◈ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 'সিদ্ধান্তের সীমা' নিয়ে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে বিতর্ক

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৫, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পান ব্যবসায়ীর পৌনে ২ লাখ টাকা ছিনতাই (ভিডিও)

নাটোরে মহাসড়কের গাড়ি থামিয়ে পুলিশ পরিচয়ে দুই পান ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পান ব্যবসায়ীরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)। 

পান ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শনিবার সকালে রাজশাহীর পুঠিয়া থেকে নাটোরের দত্তপাড়া পান মোকামে পান আনেন তারা। এরপর দুজনে মিলে এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। পরে বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাদের গতিরোধ করে। এসময় তারা পুলিশ পরিচয়ে প্রথমে তাদের পিস্তল দেখিয়ে এবং পরে ছুরি ঠেকিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয়। এরপর তারা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

এদিকে ছিনতাই কার্যক্রমের একটি ভিডিও পান ব্যবসায়ী বেল্লাল ধারণ করে রাখেন। যেখানে ছিনতাইকারী দুর্বৃত্তদের দেখা যায়। শনিবার সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এবিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, গাড়ি থামিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পরে এটা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অপরাধীদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের ভেতরে তাদেরকে আইনের আওতায় আনতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়