আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর): মাদারীপুরের রাজৈরে মো.গাউস খন্দকার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৯৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার শংকরদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের বুজুর্গ খন্দকারের ছেলে।
আজ সোমবার (৬ মার্চ) সকালে তাকে জেল হাজতে প্রেরন করে পুলিশ। এর আগে গত বছরের ২১ ডিসেম্বর তার স্ত্রী আসমা বেগমকে দুই হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শংকরদী গ্রামের কুমার নদীর পাড়ে নির্জন স্থানে একটি নতুন বাড়িতে অভিযান চালিয়ে গাউসকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদক একটি মামলা হয়েছে।
তিনি আরো জানান, তারা স্বামী-স্ত্রী মিলে আমগাছের ডালে দড়ি দিয়ে বেঁধে মাদক সংগ্রহ করে রাখতেন। ‘যে মাদক ব্যবসা করবে, তাকে রাজৈর ছাড়তে হবে’ এরকম হুশিয়ার আমরা আগেই সবাইকে করেছি, কিন্তু তারা তা মানে নি।
প্রতিনিধি/এনএইচ