শিরোনাম
◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ১১:৫৩ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক 

স্পোর্টস ডেস্ক : মেহেদী হাসান মিরাজ যতক্ষণ  আছেন, মোসাদ্দেক হো‌সেন সৈক‌তের কোনো সুযোগ নেই’ – শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণার সংবাদ সম্মেলনে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর এই বক্তব্য দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। এবার এই বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি মোসাদ্দেকের কাছে দুঃখপ্রকাশ করার দাবি করেছেন।

গত ২৩ জুনের দল ঘোষণার সংবাদ সম্মেলনে মোসাদ্দেকের প্রসঙ্গ আসতেই বেশ ক্ষিপ্ত হয়ে প্রধান নির্বাচক বলেছিলেন, “আপনি সাংবাদিকতার আলোকে মনে করছেন যে, মোসাদ্দেক হোসেনের এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত, আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না, পরিষ্কারভাবে বলতে চাচ্ছি। কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছেন, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। সিরিজ জুড়ে একাদশে ষষ্ঠ বোলারের অভাব ভালোই বোধ করে সফরকারীরা। প্রথম ম্যাচে সেই কাজ নাজমুল হোসেন শান্তকে দিয়ে চালানোর পর শেষ দুই ম্যাচে ষষ্ঠ বোলারের দায়িত্ব পালন করেন শামীম হোসেন পাটোয়ারী।

বুধবার পাল্লেকেলেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোসাদ্দেককে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে লিপু জানান, তিনটি শব্দচয়নে তিনি ভুল করেছিলেন।

“আপনারা অনেকেই ইউটিউবিং করেন, সেখানে এডিট করেন নিশ্চয়ই। আমিও কলাম লিখতাম, সেখানে শব্দচয়নে কাটাকাটি ছাড়া লিখতাম না। ওই প্রোগ্রামটা আমি লাইভ করছিলাম। ২০-২৫ মিনিটে সবার অগণিত প্রশ্নে অনেক কথাই বলে ফেলেছিলাম।

আমি আসলে একটা প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ সুযোগ নেই। সে রাতেই প্রস্তুতি ম্যাচ দেখতে চট্টগ্রামে যাওয়ার পর ওখানে মনে হলো, আমি তিনটা শব্দে ভুল করেছি। বলা উচিত ছিল, ‘যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ অনেক কম’। এ তিনটা শব্দে আমার ভুল হয়েছিল।”

নিজের ভুল বুঝতে পেরে বিষয়টি নিয়ে মোসাদ্দেকের সঙ্গেও কথা বলেছেন জানিয়ে লিপু বলেন, “আমি নিজেও জিনিসটা উপলব্ধি করেছিলাম, আমি ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। দুই দিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়েছিল, আমি তাকে সরি বলেছি। আমি তাকে বলেছিলাম, আমি এভাবে বোঝাতে চাইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়