ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশের পরিত্যক্ত কাঠের ময়লার স্তূপে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। দুপুরে হঠাৎ ওখানকার শ্রমিকরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পাওয়ার পর ৩০০ গজ দূরে থাকা ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী ও ঈশ্বরদী ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন দুপুর ১টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে।’ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন বলেন, ‘আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় প্রকল্পের কোনো ক্ষতি হয়নি এবং কেউ হতাহতের শিকার হয়নি।’