শিরোনাম
◈ ইউনুস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করেন তাহলে স্যারেরও পতন আসন্ন: নাসিরুদ্দিন পাটোয়ারী (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন ◈ বাম দলগুলোর নির্বাচনী জোট গঠন জোরদার হচ্ছে ◈ অবশেষে খোঁজ মিলেছে ডিবি হারুনের! টেক্সাসের উডল্যান্ডে কী করছেন ডিবি হারুন? (ভিডিও) ◈ বিদেশি কর্মীদের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল ◈ ব্যাংক হিসাব জব্দ করা সবসময় সঠিক পদক্ষেপ নয়: ফরাসউদ্দিন ◈ আশ্বাসের পরিবর্তে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আরাকান আর্মিকে সক্রিয় হতে হবে ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না: ড. ইউনূস (ভিডিও) ◈ শাহজালাল বিমানবন্দরের স্বর্ণকাণ্ড: আলমারি ভেঙে চুরির নাটক সাজিয়ে ৫৫ কেজি স্বর্ণ আত্মসাৎ কাস্টমস কর্মকর্তাদের ◈ এ‌শিয়া কা‌পের ফাইনালে উঠতে না পারায় ক্রিকেট প্রেমী‌দের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারের জুড়ীতে ‘শাপলার রাজ্য’: প্রকৃতির হাতে আঁকা লাল-সাদা সৌন্দর্য, নতুন পর্যটন সম্ভাবনা

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ভূঁয়াই এলাকায় সৃষ্টি হয়েছে এক নয়নাভিরাম ‘শাপলার রাজ্য’। ভোরের সূর্যের আলোয় ঝলমলে পানির বুক ভরে ওঠে লাল-সাদা শাপলার সমারোহে। বাতাসে দুলে ওঠা জলরাশি, শাপলার ফাঁকে দল বেঁধে ভেসে বেড়ানো হাঁস—সব মিলিয়ে দৃশ্যপট যেন প্রকৃতির হাতে আঁকা এক অপূর্ব চিত্রকলা।

মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে চোখে পড়ে এই শাপলার সমারোহ। স্থানীয়রা একে ডাকছেন ‘শাপলার রাজ্য’।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ছয়টায় দেখা যায়, সড়কের পশ্চিম পাশে প্রায় ১০০ বিঘা জমি জুড়ে বিস্তৃত শাপলার সৌন্দর্য। স্থানীয় বাসিন্দা ও জায়ফরনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাসের ব্যবস্থাপনায় একটি ছোট নৌকায় ঘুরতে বের হলে কৃষক রণজিত দাস মাঝি হয়ে দাঁড় টানেন। নির্জন পরিবেশে ধীরে ধীরে নৌকা এগোতেই চোখে পড়ে লাল শাপলার সমারোহ, মাঝেমধ্যে ফুটে থাকা সাদা শাপলার ঝলক যেন দর্শনার্থীদের বিমোহিত করে।

রতীশ চন্দ্র দাস জানান, “এই জমিগুলো এক ফসলি। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বোরো ধান কেটে নেওয়ার পর বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের পানি ঢুকে পড়ে। তখন পানির সঙ্গে ভেসে আসা কন্দ থেকে জন্ম নেয় শাপলা, যা ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। কয়েক বছর ধরে এখানে শাপলার সংখ্যা বেড়েই চলেছে। তবে অগ্রহায়ণ মাসের শেষে পানি শুকিয়ে গেলে কৃষকরা আবার ধান রোপণ শুরু করেন। তখন শাপলার এই সৌন্দর্য আর থাকে না।”

স্থানীয় কৃষক রণজিত দাস বলেন, “প্রতিদিনই এখানে মানুষ বেড়াতে আসেন। অনেকে সড়কের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন বা ফেসবুকে লাইভ করেন। তবে নৌকার ব্যবস্থা না থাকায় ভেতরে ঢুকে কাছ থেকে শাপলার সৌন্দর্য উপভোগ করতে পারেন না। মৌসুমি নৌকা চালু করা গেলে পর্যটকদের সুবিধা হবে এবং স্থানীয়দেরও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে।”

উপজেলা সদরের তরুণ ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, “প্রতিদিন যাতায়াতের পথে আমি মোটরসাইকেল থামিয়ে কিছু সময় দাঁড়িয়ে শাপলার দৃশ্য দেখি। যদি চারদিকে বাঁধ দিয়ে কিছু জায়গায় পানি আটকে রাখা যায়, তবে সারা বছর শাপলা ফোটা সম্ভব হতো। এতে জায়গাটি একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্রে রূপ নিতে পারত।”

এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর জানান, “স্থানটি এখনো আমার নজরে আসেনি। তবে শিগগিরই ঘুরে দেখব। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পর্যটনের পরিবেশ সৃষ্টির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।” প্রকৃতির এই অনন্য শাপলার রাজ্য স্থানীয় বাসিন্দাদের চোখে স্বপ্নের সম্ভাবনা হয়ে উঠেছে। যথাযথ উদ্যোগ নিলে একদিন এটি হয়ে উঠতে পারে মৌলভীবাজারের নতুন পর্যটন আকর্ষণ, যেখানে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমাবেন শাপলার সৌন্দর্য উপভোগ করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়