শিরোনাম
◈ ইউনুস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করেন তাহলে স্যারেরও পতন আসন্ন: নাসিরুদ্দিন পাটোয়ারী (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন ◈ বাম দলগুলোর নির্বাচনী জোট গঠন জোরদার হচ্ছে ◈ অবশেষে খোঁজ মিলেছে ডিবি হারুনের! টেক্সাসের উডল্যান্ডে কী করছেন ডিবি হারুন? (ভিডিও) ◈ বিদেশি কর্মীদের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল ◈ ব্যাংক হিসাব জব্দ করা সবসময় সঠিক পদক্ষেপ নয়: ফরাসউদ্দিন ◈ আশ্বাসের পরিবর্তে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আরাকান আর্মিকে সক্রিয় হতে হবে ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না: ড. ইউনূস (ভিডিও) ◈ শাহজালাল বিমানবন্দরের স্বর্ণকাণ্ড: আলমারি ভেঙে চুরির নাটক সাজিয়ে ৫৫ কেজি স্বর্ণ আত্মসাৎ কাস্টমস কর্মকর্তাদের ◈ এ‌শিয়া কা‌পের ফাইনালে উঠতে না পারায় ক্রিকেট প্রেমী‌দের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারা দেশে ধানের শীষের গণজোয়ার বইছে: ড.খন্দকার মারুফ

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,সারা দেশে ধানের শীষের গণজোয়ার বইছে। আর এই গণজোয়ার দেখে একটি দল বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে৷

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় মেঘনা উপজেলা বিএনপি'র সহযোগিতায় ও ছাত্রদল কর্তৃক আয়োজিত মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচে মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ বক্তব্য রাখেন।

ড. মারুফ হোসেন বলেন,যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে বেশী ভোট পেয়ে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা)আসন থেকে নির্বাচিত হবেন৷

তিনি আরো বলেন,এদেশের মানুষ ভোট দিতে চায়,গত ১৫ বছর খুনি হাসিনা আপনার আমার ভোট চুরি করেছে,লুটপাট করেছে,সন্ত্রাস করেছে ও নৈরাজ্য করেছিল বলেই এদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার কারণে আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশে গণ-অভ্যুথান হয়েছে বলেই শেখ হাসিনাসহ তার দোসররা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে৷

সভায় উপস্থিত ছিলেন,সাবেক মেঘনা উপজেলা বিএনপি'র আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী,দাউদকান্দি উপজেলা বিএনপি আহবায়ক এমএ লতিফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার,  দাউদকান্দি পৌর বিএনপি'র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,মেঘনা উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এমএ,মিজানুর রহমান,সাবেক যুবদলের আহবায়ক আতাউর রহমান,বর্তমান যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপু,তিনবারের উপজেলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সোলেমান,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ।

সভায় মেঘনা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়