মো:আদনান হোসন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা দায়িত্ব পালনের সময় পুলিশ ৩০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আজ ( ৩০সেপ্টেম্বর) মঙ্গলবার পুলিশ জানায়, (২৯ সেপ্টেম্বর রাতে, ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব কায়েতপাড়া বিশ্বনাথ গোস্বামী দুর্গা পূজা মণ্ডপের সামনে স্থানীয় লোকজন ও দায়িত্বরত আনসার সদস্যরা কাউছার আহম্মেদ (২৫) নামে এক যুবককে সন্দেহভাজন অবস্থায় আটক করে। খবর পেয়ে ধামরাই থানার এসআই (নিঃ) সুবোধ চন্দ্র বর্মন ও এএসআই (নিঃ) আব্দুল মান্নান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশের হেফাজতে নেন।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে কাউছারের দেহ তল্লাশি চালিয়ে তার কালো রঙের প্যান্টের ডান পকেট থেকে একটি নীল পলিথিনে রাখা মোট ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এগুলোর ওজন ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা বলে পুলিশ নিশ্চিত করেছে।
জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। এসময় ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের নাম-পরিচয় প্রকাশ করে এবং স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে হেরোইন সংগ্রহ করে ধামরাইসহ আশপাশ এলাকায় বিক্রি করে আসছিল।
এ ঘটনায় এসআই সুবোধ চন্দ্র বর্মন বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ৮(ক) ধারায় ধামরাই থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত কাউছার আহম্মেদের বিরুদ্ধে পূর্বেও নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর অধীনে মামলা ছিল।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, পূজামণ্ডপের সামনে থেকে কাউসার নামের এক যুবককে আনসার ভিডিপি সদস্যরা হেরোইনসহ আটক করে আমাদের নিকট সোপর্দ করলে তাকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সকালে কোর্টে প্রেরণ করা হয়৷