কক্সবাজার জেলার চকরিয়া থানার চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আব্দুর রশিদ’কে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
নিহত ভিকটিম মোঃ ছোটন কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সিকদার পাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক। বিগত কিছুদিন পূর্বে প্রতিবেশী মোঃ ফরিদ ভিকটিমের কাছ থেকে ব্যবহারের জন্য একটি টর্চ লাইট নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ছোটন প্রতিবেশী মোঃ ফরিদ এর নিকট তার টর্চ লাইটটি ফেরত চাহিলে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।বাকবিতন্ডার একপযায়ে প্রতিবেশী মোঃ ফরিদ ভিকটিমকে হত্যার হুমকী প্রদান করেন। এরই প্রেক্ষিতে গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ভিকটিম তার বাড়ী হতে কৃষি কাজের উদ্দেশ্যে বাহির হয়ে চকরিয়া থানাধীন চন্দ্র ঘোনা এলাকায় পৌছালে প্রতিবেশী মোঃ ফরিদ এবং তার অন্যান্য সহযোগীরা দলবদ্ধ ভাবে পূর্বপরিকল্পিত ভাবে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড়, দা ইত্যাদি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তা ভিকটিমের পরিবার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় গত ১২ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে ভিকটিমের মৃত্যু হয়।
উক্ত ঘটনায় নিহত ভিকটিমের পিতা বাদী হয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ০৬ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-২০, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং, ধারাঃ-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত মামলার ০৬নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আব্দুর রশিদ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ২০০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আব্দুর রশিদ (৫৫), পিতা-মৃত নুরুচ্ছফা, সাং-দশের ঘোনা, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।