নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশের এটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
এটর্নি জেনারেল বলেন, "লইয়ারদের বিরুদ্ধে কনটেম্পট হয়, জাজদের বিরুদ্ধে কেন হবে না? আমি প্রধান বিচারপতিকে বলেছিলাম, কোনো বিচারক যেন আমার লইয়ারদের অসম্মান না করেন। ৮০ হাজারেরও বেশি লইয়ার আমার অধীনে কাজ করছে। প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।"
তিনি আরও বলেন, "যদি কোনো বিচারকের আচরণের কারণে মানুষের মধ্যে আদালতের প্রতি অনাস্থা সৃষ্টি হয়, তাহলে সেই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন। আমাদের লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আইনজীবীদের জন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করা।"
নোয়াখালী সম্পর্কে তিনি বলেন, "এ জেলা দেশের অন্যতম সম্পদশালী অঞ্চল। এখানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ আব্দুস সালাম এবং আইন বিভাগের কৃতি সন্তান ব্যারিস্টার মওদুদ আহমেদ জন্মগ্রহণ করেছেন। তাদের কাছ থেকে আমরা আইনি লড়াই ও ন্যায় প্রতিষ্ঠার পাঠ শিখেছি।"
সভায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমির হোসাইন বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির ইসহাক খন্দকার।
এসময় আইনজীবী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।