তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য কম্পিউটার ল্যাব, শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শনিবার (৬ সেপ্টম্বর) দুপুরে জেলার বিজয়নগরের মিরাসানী পলিটেকনিক একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইঞ্জি: শ্যামল আরো বলেন, পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে। বহির বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। তাই মুঠোফোন ব্যবহারের মাত্রা কমিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
উপজেলার মিরাসানী পলিটেকনিক একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এবিএম মমিনুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর প্রমুখ।