শিরোনাম

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর চাঞ্চল্যকর রেজাউল বয়াতি হত্যার মামলার মূল রহস্য উদঘাটন 

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর চাঞ্চল্যকর রেজাউল বয়াতি হত্যা মামালার মুল রহস্য উদঘাটন করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। এ ঘটনায় ফয়জুল গাজী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পটুয়াখালী সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ ইমতিয়াজ জানান, গত ৩ সেপ্টেম্বর সদর থানার চর জৈনকাঠী মুন্সি বাড়ীর দক্ষিন পাশে ওয়াবদা রাস্তার ঢালে লোহালিয়া নদীতে রেজাউল বয়াতির লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর দিন এ বিষয়ে পটুয়াখালী সদর থানার একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বজনরা। মামলা নং- ০৫ তারিখ-০৪-০৯-২০২৫। 

তিনি জানান, মামলা গ্রহনের পর সদর থানার একটি চৌকস দল হত্যার রহস্য উদঘাটনে মাঠে নামে। তারা তথ্য প্রযুক্তির সহয়তায় ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে পার্শবর্তী ভূরিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের হামেদ গাজীর ছেলে ফয়জুলকে আটক করে। ফয়জুল কে জিজ্ঞাসাবাদে রেজাউল বয়াতি হত্যায় সে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়।

ওসি আরো জানান, আসামী মৃত মোঃ রেজাউল বয়াতী (২৭) কে শ্বাসরোধ করে হত্যার করে লাশ গুম করার উদ্দেশ্যে লাশের পেট চাকু দ্বারা কেটে লাশ লোহালিয়া নদীতে ভাসিয়ে দেয়। 

 আসামীর  দেয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালী থানাধীন শৌলা এলাকার সিকদার বাড়ী জামে মসজিদ এর কার্নিস হতে আসামী নিজ হাতে হত্যাকান্ডে ব্যাবহৃত একটি রক্তমাখা চাকু এবং রাস্তার পার্শ্বে পানির মধ্য হতে চোরাই যাওয়া অটো গাড়ীর একটি ব্যাটারী উদ্ধার করা হয়।

হত্যা মামলার মূল রহস্য উদঘাটিত হওয়ায় গ্রেফতার আসামী ফয়জুলকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ হত্যায় আরো কেউ জড়িত কিনা তার তদন্ত চলমান রয়েছে। অন্য কেউ জড়িত থাকলে তাঁকেও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়