শিরোনাম

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৭ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ফের মহাসড়কের অবরোধ তুলে নিলো বিক্ষুব্ধ জনতা, সংঘর্ষ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দফায় মহাসড়ক অবরোধের আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেয় ‌বিক্ষুব্ধ জনতা। অবরোধের কারণে দুইটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অবরোধ আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তুলে নেওয়া হয়।

এদিকে, হামিরদী ইউনিয়নের হাসামদিয়া এলাকার কিছু লোকজন একটি বাস ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের সংখ্যা ও নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫ টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান অবরোধস্থলে এসে জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। ইউএনও সমাধানের জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়ে বলেন, আমাকে ৪৮ ঘন্টার সময় দিন এর মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে। তবুও উপস্থিত জনতা ইউএনও এর আহ্বান প্রত্যাখ্যান করে তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন। এক পর্যায়ে ইউএনও ঘটনাস্থল থেকে চলে যান। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিয়ে অন্ধকার নেমে এলে এবং বৃষ্টি শুরু হলে ধীরে ধীরে অবরোধকারীরা স্বেচ্ছায় মহাসড়ক ছেড়ে চলে যায়। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পুনরায় সকল পথে যান চলাচল শুরু হয়। 

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, এ উপজেলার বিভাজন ঠেকাতে যা যা করণীয় তা করা হবে। ভাঙ্গাবাসীর দাবির প্রতি সহানুভূতিশীল এবং বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন,আমি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। আশা করি  আগামী ৪৮ ঘন্টার মধ্যে একটা ফলাফল আসবে।

জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, দ্বিতীয় দফায় অবরোধের আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে একটু সময় লাগবে।

তিনি আরও বলেন, হামিরদী ইউনিয়নের হাসামদিয়া এলাকার লোকজন একটি বাস ভাংচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের সংখ্যা ও নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়