শিরোনাম
◈ আসছে আইফোন ১৭, দাম কত? ◈ দেশে মাথাপিছু আয় বেড়ে ২৫৯৩ ডলার ◈ এসএসসি পরিক্ষায় বৃত্তি পাওয়াদের তালিকা প্রকাশ ◈ রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারিয়েছে, মানবিক করিডর প্রসঙ্গে বক্তব্য প্রত্যাখ্যান টম অ্যান্ড্রুজের ◈ সরকার আলুর দাম বাড়ানোর পরিকল্পনা করছে: বাণিজ্য উপদেষ্টা ◈ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের আগুন-ভাঙচুর, পরিস্থিতি থমথমে (ভিডিও) ◈ এশিয়ায় খেলাপি ঋণে শীর্ষে বাংলাদেশ: এডিবি রিপোর্টে দুর্বল ব্যাংকিং ব্যবস্থার চিত্র ◈ নির্বাচন বানচালে ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক নির্বাচনের কোন বিকল্প নেই  : দুদু ◈ মহানবী (সা.)-এর জীবনাদর্শই বিশ্বশান্তি ও কল্যাণের পথপ্রদর্শক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ কর ফাঁকি স্বীকার করে পদত্যাগ ব্রিটেনের উপ–প্রধানমন্ত্রীর, স্টারমারের জন্য বড় ধাক্কা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের ফরিদপুরে মহাসড়ক অবরোধ, ২১ জেলার যান চলাচল বন্ধ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোলচত্ত্বর এলাকায় ফের অবরোধ শুরু করেছে স্থানীয় জনতা। এতে করে দক্ষিণ অঞ্চলের অন্তত ২১ জেলার সাথে ঢাকার যান চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। এ সময় ঢাকাগামী আল-আমীন পরিবহনের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটে। 

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা গোলচত্বরের ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখ একযোগে অবরোধ করেন তারা। 

এর আগে একইদিন সকাল ৮ টার দিকে প্রথমে খুলনা-ঢাকা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে মুনসুরাবাদ ও হামেরদী বাসস্ট্যান্ডে অবরোধ শুরু হয়। পরে দুপুর ১ টার দিকে দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়। ফের বিকেল সাড়ে চারটার দিকে ভাঙ্গা গোলচত্তর এলাকায় অবরোধ শুরু করে স্থানীয়রা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, পাঁচ ঘন্টা অবরোধের পর দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়। পরে বিকেল চারটার দিকে ভাঙ্গা গোলচত্তর এলাকায় ফের অবরোধ শুরু করেছে স্থানীয় জনতা। এতে দক্ষিণ অঞ্চলের অন্তত ২১ জেলার সাথে ঢাকার যান চলাচল আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়