তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরে পৃথক অভিযানে ৬৪ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে র র্যাব -১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ৩ সেপ্টেম্বর বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সাতপাকিয়া এলাকা ও নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া এলাকায় চন্দ্রিমা ফিলিং স্টেশনের সামনের রাস্তায় চেকপোস্ট স্থাপন করে র্যাব-১৪। পরে চেকপোস্ট দেখে শেরপুর থেকে জামালপুরগামী একটি সিএনজি থেকে সাগর কুমার দে (২২) ও দুর্জয় সাহা ওরফে তথ্য কৌশলে পালোনোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। ওইসময় তাদের হেফাজতে থাকা পৃথক পৃথক ব্যাগ থেকে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
এছাড়াও বৃহস্পতিবার এক মাদক কারবারি ভারতীয় মাদকদ্রব্য মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে নিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান চালায় র্যাব সদস্যরা। র্যাব এর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মো. হাসান মিয়া (২২) কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য ২ লক্ষ ৩৪ হাজার টাকা।
র্যাব ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।