ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (RMP) কাটাখালী থানায় নিজের ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বুধবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই কর্মকর্তার নাম ওয়ারেস আলী (৪৫)।
তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ওয়ারেস আলীর ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি লেগেছে। রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল আছে।