হাবিবুর রহমান, নেত্রকোনা : নেত্রকোনার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৬৩ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান সোমবার (২৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার দিবাগত রাত ২টার দিকে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী নলুয়াপাড়া বিওপির একটি টহল দল দাহাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে সোমবার ভোর রাত সাড়ে ৫টার দিকে ভরতপুর বিওপির টহল দল গাজিরকোনা এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ এবং পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
তিনি আরও জানায়, উদ্ধারকৃত মদ পরবর্তীতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রায়ই বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়। কিন্তু মাদক চক্রের মূল হোতারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। এতে করে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, প্রকৃত অপরাধীরা কেনো ধরা পড়ছে না।