শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে একই দিনে বক্তব্য রাখবেন ইউনূস, মোদি ও শেহবাজ ◈ খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ ◈ ইনানীতে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত! ◈ স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা, বাঁচতে দোতলা থেকে গৃহবধূর লাফ ◈ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা দ্বিতীয় জয় ◈ এয়ার টিকিটে অস্বাভাবিক ভাড়া ও প্রতারণা রোধে শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ◈ এবার পর্যটকদের জন্য যে জরুরি সতর্কবার্তা দিলেন পর্যটন মন্ত্রণালয়ের ◈ সা‌কি‌বের অলরাউন্ড পারফরম্যান্সে অ্যান্টিগা ৭ উই‌কে‌টে জয় পে‌লো ◈ দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে আর ভিক্ষা করবো না : পি‌সি‌বি চেয়ারম‌্যান

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ০২:৩৮ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি, ভিডিও ভাইরাল

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগরের নগরের বাংলা বাজার এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রের পাশের এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। যাত্রাবাড়ী থানায় দায়ের করা এ হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনকে।

একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি মামলার ২২ নম্বর আসামি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় একাধিক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় মোট ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরও অন্তত ১৫০ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘রোববার রাতে ডিএমপির সিআইডির একটি আভিযানিক টিম বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে।’

তিনি আরও জানান, ‘আসামিকে নিয়ে আভিযানিক টিম ঢাকার পথে রওনা দিয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা থেকে জানা যাবে।’ উৎস: চ্যানেল24 ও এখন টিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়