শিরোনাম
◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ ক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির ◈ আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায়: মির্জা ফখরুল ◈ পরাজ‌য়ে শুরু, পরাজয় দি‌য়ে শেষ বাংলা‌দেশ দ‌লের টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট ◈ আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে: অমর্ত্য সেন ◈ ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘ঐতিহাসিক’ বলছে ইসলামাবাদ ◈ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি ◈ মামুনুল হক যা বললেন জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে ◈ আমাদের সবাইকে পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে: রিজওয়ানা হাসান ◈ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ০৫:২৪ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জে উল্টো পথে যান চলাচলে চরম বিশৃঙ্খলা

এন এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকায় উল্টো পথে অবাধে যান চলাচল এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। প্রতিদিনই বিপরীতমুখী গাড়ির চাপে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে দেখা যায়, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে ডিভাইডার স্থাপন করা হলেও তা কার্যত কোনো কাজে আসছে না। সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড ও বাস-ট্রাকের অবৈধ পার্কিংয়ের কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এরই মধ্যে ডিভাইডারের দুই দিক দিয়েই সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, ছোট বাস ও ট্রাক উল্টো পথে ছুটে চলে, ফলে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং ভয়াবহ যানজট তৈরি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা ও জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স।

স্থানীয়রা জানান, নিয়ম মেনে চলা চালক ও পথচারীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন। একজন ব্যবসায়ী বলেন, “প্রতিদিনই উল্টো পথে গাড়ি যেতে দেখি। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে, যে কোনো সময় পদুয়ার বাজার বিশ্বরোডের মতো প্রাণহানির ঘটনা ঘটতে পারে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, মাসে এক-দু’বার ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশ এলে সামান্য অভিযান চালানো হয়, কিন্তু কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হয় না।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কোম্পানীগঞ্জ এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের উপস্থিতি জোরদার করা, স্থানীয় চালকদের সচেতনতা বৃদ্ধি এবং উল্টো পথে গাড়ি চালানোর জন্য কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফারুক হোসেন বলেন, “জনবল সংকটের কারণে সবসময় নজরদারি সম্ভব হয় না। তবে শিগগিরই অভিযান বাড়ানো হবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, “অধিকাংশ চালক আইন মানেন না, খেয়ালখুশিমতো গাড়ি চালান। এতে যানজট তৈরি হয়। প্রতিদিন দুপুরে হাইওয়ে পুলিশের একটি দল এ সমস্যা নিরসনে কাজ করে। উল্টো পথে গাড়ি চালালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়